kalerkantho

বুধবার । ৭ ডিসেম্বর ২০২২ । ২২ অগ্রহায়ণ ১৪২৯ । ১২ জমাদিউল আউয়াল ১৪৪৪

‘আমরা ফাইভজি যুগে আছি, ইভিএমে ভোট হলে সমস্যা কোথায়’

অনলাইন ডেস্ক   

৬ অক্টোবর, ২০২২ ১৭:৪২ | পড়া যাবে ২ মিনিটে‘আমরা ফাইভজি যুগে আছি, ইভিএমে ভোট হলে সমস্যা কোথায়’

ফাইল ছবি

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ বলেছেন, ‘আমরা অবশ্যই নির্বাচন করব। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) হলেও নির্বাচন করব। সারা বিশ্বে ইভিএমে নির্বাচন চলছে। যখন আমরা ফাইভজি ব্যবহার করছি, সেখানে ইভিএম ব্যবহার করতে সমস্যা কী?’

আজ বৃহস্পতিবার (০৬ অক্টোবর) দুপুরে রাজধানীর হোটেল ফার্সে জাতীয় পার্টির দশম কাউন্সিল উপলক্ষে সংবাদ সম্মেলনে বিদেশ থেকে ভিডিও বার্তার মাধ্যমে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

রওশন এরশাদ বলেন, ‘সারা বিশ্বে এখন ইভিএমে নির্বাচন হচ্ছে। কাজেই আমাদের দেশে এটা হবে এটা তো নতুন কথা নয়। এখানে যারা নির্বাচনে জয় পায় তারা বলে নির্বাচন সুষ্ঠু হয়েছে, আর যারা হেরে যায় তারা বলে কারচুপি হয়েছে। সুতরাং আমরা ইভিএমে নির্বাচন করব। ’

তিনি বলেন, ‘জাতীয় পার্টির গঠনতন্ত্রে অনেক পরিবর্তন আনা হয়েছে, যা ঠিক হয়নি। চেয়ারম্যানের একক ক্ষমতা, এটা ঠিক হয়নি। ’ অতীতে যারা জাতীয় পার্টি করেছেন, নানা কারণে দল থেকে চলে গেছেন, তাদের দলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা দুর্দিনে আমাদের পাশে ছিলেন, এখনো আছেন। তারা (নেতাকর্মীরা) পার্টিকে শক্তিশালী করবে, সেই বিশ্বাস আমার আছে। তারা নিশ্চয়ই কাজ করবে। ’

সংবাদ সম্মেলনে রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসীহ লিখিত বক্তব্যে বলেন, কোনো বিভেদ বা বিভ্রান্তি নয়, রওশন এরশাদের আহ্বানে জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে আসন্ন সম্মেলন ডাকা হয়েছে।সাতদিনের সেরা