kalerkantho

বুধবার । ৭ ডিসেম্বর ২০২২ । ২২ অগ্রহায়ণ ১৪২৯ । ১২ জমাদিউল আউয়াল ১৪৪৪

পরিবারের শাসন থেকে ‘চিরমুক্তি’ নিলেন ইসরাত

নিজস্ব প্রতিবেদক   

৬ অক্টোবর, ২০২২ ১৬:৪৭ | পড়া যাবে ১ মিনিটেপরিবারের শাসন থেকে ‘চিরমুক্তি’ নিলেন ইসরাত

রাজধানীর বাড্ডায় অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনের কারণে এক বিবিএ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম ইসরাত জাহান (২১)।

ইসরাত পটুয়াখালী সদর উপজেলার হুমায়ুন কবিরের মেয়ে। বর্তমানে তিনি মধ্য বাড্ডায় পরিবারের সাথে থাকতেন।

বিজ্ঞাপন

দুই বোনের মধ্যে তিনি বড় ছিলেন। তার বাবা হুমায়ুন কবির একটি প্রাইভেট কম্পানিতে চাকরি করেন।

হুমায়ুন কবির জানান, ইসরাত একটু রাগী ছিল। বিবিএতে পড়াশোনা করছিল, সেশনজটের কারণে পরীক্ষা দেওয়া হয়নি।

তিনি আরো জানান, গত রাতে তিনি কর্মস্থল থেকে এসে দেখেন ইসরাত ঘুমিয়ে পড়েছেন। তখনো তিনি বুঝতে পারেননি, তিনি ঘুমের ওষুধ সেবন করেছেন।

পরে বিষয়টি জানতে পারলে বুধবার দিবাগত রাতে ইসরাতকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার পাকস্থলী পরিষ্কার করে মেডিসিন বিভাগে ভর্তি করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৩টায় তার মৃত্যু হয়।

হুমায়ুন কবির দুঃখ প্রকাশ করে বলেন, ‘এর আগেও একবার এমন ঘটনা ঘটিয়েছিল ইসরাত। একটু শাসন করতে গেলে এমনটি করে বসত। ’

ঘটনার সত্যতা নিশ্চিত করেন বাড্ডা থানার উপপরিদর্শক মো. বেলাল হোসেন। তিনি জানান, আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে আইনি প্রক্রিয়া শেষে ইসরাতের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে।

মর্গ সূত্র জানিয়েছে, বিকেলে ইসরাতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।সাতদিনের সেরা