kalerkantho

শুক্রবার । ৯ ডিসেম্বর ২০২২ । ২৪ অগ্রহায়ণ ১৪২৯ । ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৪

বালতির পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   

২ অক্টোবর, ২০২২ ০০:২৯ | পড়া যাবে ১ মিনিটেবালতির পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় একটি বাসার বাথরুমে রাখা পানিভর্তি বালতিতে পড়ে আব্দুর রহমান (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর বাবা নাজমুস শাকিব জানান, শিশুটির মা ঘরের অন্য কাজে ব্যস্ত ছিলেন।

বিজ্ঞাপন

কোনো এক ফাঁকে তাঁদের একমাত্র সন্তান বাথরুমে ঢুকে বালতির পানিতে উপুড় হয়ে পড়ে যায়। সেখান থেকে আর উঠতে পারেনি। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পরে বাথরুমে গিয়ে দেখেন সে পানির বালতির মধ্যে পড়ে আছে। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।সাতদিনের সেরা