kalerkantho

বুধবার । ৩০ নভেম্বর ২০২২ । ১৫ অগ্রহায়ণ ১৪২৯ ।  ৫ জমাদিউল আউয়াল ১৪৪৪

ঢামেকের নতুন ভবন থেকে লাফিয়ে পড়া রিয়াজুল মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক   

৩০ সেপ্টেম্বর, ২০২২ ২২:২০ | পড়া যাবে ১ মিনিটেঢামেকের নতুন ভবন থেকে লাফিয়ে পড়া রিয়াজুল মারা গেছেন

ঢাকা মেডিক্যালের নতুন ভবন থেকে লাফিয়ে পড়া আহত শিক্ষার্থী রিয়াজুল ইসলাম (২৪) মারা গেছেন। আজ শুক্রবার বিকেল সাড়ে তিনটায় ঢামেক আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃতদেহটি ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

উল্লেখ্য, রিয়াজুল গত (২৭ শে) সেপ্টেম্বর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনের সাত তলা থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন।

বিজ্ঞাপন

তিনি চাঁদপুর সদর উপজেলার মনোয়ারখালী গ্রামের দুলাল ব্যাপারীর ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে তিনি ছোট ছিলেন। তিনি হাজীগঞ্জ মডেল কলেজের ম্যানেজমেন্টের অনার্সের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

রিয়াজুলের খালাতো ভাই ইমন ও ভাতিজা রনি জানান, কয়েক দিন থেকে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। স্থানীয় চিকিৎসক দেখিয়ে, তাদের পরামর্শে গত সোমবার (২৬ সেপ্টেম্বর) তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।সাতদিনের সেরা