kalerkantho

বৃহস্পতিবার । ১ নভেম্বর ২০২২ । ১৬ অগ্রহায়ণ ১৪২৯ ।  ৬ জমাদিউল আউয়াল ১৪৪৪

খাগড়াছড়িতে দুর্গাপূজায় সেনাবাহিনীর আর্থিক অনুদান

নিজস্ব প্রতিবেদক   

৩০ সেপ্টেম্বর, ২০২২ ১৮:৫৫ | পড়া যাবে ১ মিনিটেখাগড়াছড়িতে দুর্গাপূজায় সেনাবাহিনীর আর্থিক অনুদান

অনুষ্ঠানে খাগড়াছড়ি পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। ছবি- কালের কণ্ঠ।

এবারের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ি রিজিয়ন পক্ষ থেকে  সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা উপলক্ষে  ১৮টি পূজামণ্ডপকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। আজ এ অনুষ্ঠানে খাগড়াছড়ি পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। সনাতন ধর্মাবলম্বীদের এ উৎসব যথাযথ ধর্মীয় ভাব-গাম্ভীর্য ও নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে পালন করা হবে বলে পূজা উদযাপন কমিটির প্রতিনিধিগণ জানান।

সুষ্ঠুভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপনের জন্য ইতিমধ্যে  ওই অঞ্চলের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়।

বিজ্ঞাপন

এছাড়া জানানো হয়, অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সাথে সমন্বয় করে পূজা মণ্ডপ ও আশপাশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।

অনুষ্ঠানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে যেন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা যায় সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলের তথ্যভিত্তিক সহযোগিতা ও সকলের সমন্বিত স্বতঃস্ফূর্ত  অংশগ্রহণ কামনা করা হয়।সাতদিনের সেরা