kalerkantho

সোমবার । ৫ ডিসেম্বর ২০২২ । ২০ অগ্রহায়ণ ১৪২৯ । ১০ জমাদিউল আউয়াল ১৪৪৪

শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা জানালেন মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক   

৩০ সেপ্টেম্বর, ২০২২ ০১:৫৬ | পড়া যাবে ২ মিনিটেশিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা জানালেন মেয়র আতিক

মেয়র আতিক

রাজধানীর মিরপুরে খেলার মাঠের দাবিতে করা শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার মিরপুর ১১ এলাকার প্যারিস রোড সংলগ্ন উন্মুক্ত জায়গায় খেলার মাঠের দাবিতে শিক্ষার্থীরা অনশন কর্মসূচি শুরু করেন। এ সময় তাঁরা ‘মাঠ চাই, মাঠ চাই’ বলে স্লোগান দেন। পরে মেয়র আতিকুল শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা জানান।

বিজ্ঞাপন

দাবি আদায়ে মেয়রের আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা অনশন ভাঙেন। মেয়র তাঁদের পানি পান করিয়ে অনশন ভাঙান।

মেয়র বলেন, ‘তিন নম্বর ওয়ার্ডের আওতাধীন মিরপুর ১১ এলাকায় প্রায় তিন লক্ষাধিক মানুষের বাস। এই এলাকায় ৬০টির বেশি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ভবিষ্যত্ প্রজন্ম সঠিকভাবে বেড়ে উঠতে শারীরিক ও মানসিক সুস্থতা প্রয়োজন। পড়াশোনার পাশাপাশি খেলাধূলা খুবই গুরুত্বপূর্ণ। অথচ এই অঞ্চলে খেলার মাঠ নেই। চারপাশে শুধু ভবন নির্মাণ হচ্ছে। ’

মেয়র বলেন, ‘ড্যাপের নকশায় এটিকে উন্মুক্ত স্থান হিসেবে দেখানো আছে। অথচ জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এই মাঠকে প্লট আকারে বরাদ্দ দিয়েছে। এটা মেনে নেওয়া যায় না। জনগণের স্বার্থে, জনগণকে সঙ্গে নিয়ে এই খেলার মাঠ পুনরুদ্ধার করবো। ’ 

এ সময় মেয়র ডিএনসিসির বর্জ্য বিভাগকে তাৎক্ষণিক মাঠের বর্জ্য অপসারণের নির্দেশ দেন। পরে মেয়র মাঠে শিক্ষার্থীদের সঙ্গে ফুটবল খেলায় অংশ নেন।সাতদিনের সেরা