kalerkantho

শনিবার । ৩ ডিসেম্বর ২০২২ । ১৮ অগ্রহায়ণ ১৪২৯ । ৮ জমাদিউল আউয়াল ১৪৪৪

'আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল, ছাত্রলীগ তাদের পেটুয়া বাহিনী'

নিজস্ব প্রতিবেদক   

২৮ সেপ্টেম্বর, ২০২২ ১৮:২৬ | পড়া যাবে ১ মিনিটে'আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল, ছাত্রলীগ তাদের পেটুয়া বাহিনী'

ছবি- মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় গুরুতর আহত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহত নেতাদের হাসপাতালে দেখতে গিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার দুপুরে কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে বিএনপি মহাসচিব তাদের দেখতে যান এবং চিকিৎসকদের কাছ থেকে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

এ সময় ফখরুল বলেন, 'এই হামলার মধ্য দিয়ে প্রমাণিত হলো- আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল, ছাত্রলীগ তাদের পেটুয়া বাহিনী।

বিজ্ঞাপন

সন্ত্রাসের মধ্য দিয়ে তারা সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে এক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে। 'সাতদিনের সেরা