kalerkantho

বৃহস্পতিবার । ১ ডিসেম্বর ২০২২ । ১৬ অগ্রহায়ণ ১৪২৯ ।  ৬ জমাদিউল আউয়াল ১৪৪৪

'সন্ত্রাস ও মাদককে দূরে রাখতে খেলাধুলার বিস্তার ঘটাতে হবে'

নিজস্ব প্রতিবেদক   

২৪ সেপ্টেম্বর, ২০২২ ২০:৫৫ | পড়া যাবে ১ মিনিটে'সন্ত্রাস ও মাদককে দূরে রাখতে খেলাধুলার বিস্তার ঘটাতে হবে'

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, মাদক ও সন্ত্রাসের ভয়াবহ ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে খেলাধুলার বিস্তার ঘটাতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময়ই খেলাধুলাকে উৎসাহিত করেন। এ বিষয়ে সরকারের সাথে সাথে সকলকে নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখতে হবে।

আজ শুক্রবার ‘বাংলাদেশ আনসার বিশ্বাস স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২২’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন।

বিজ্ঞাপন

বিশিষ্ট ক্রীড়াবিদ মো. রুহুল আমিন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স ও নাদিরা ইয়াসমিন জলি, পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি মো. রেজাউল রহিম লাল, বীর মুক্তিযোদ্ধা আ. স. ম আব্দুর রহিম পাকন প্রমূখ।

খেলার ফাইনাল ম্যাচে টাইব্রেকারে রজনীগন্ধা স্পোর্টিং ক্লাব ১(৫)- ১(৩) গোলে শাপলা ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এরআগে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হলে খেলাটি টাইব্রেকারে গড়ায়। অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়।সাতদিনের সেরা