kalerkantho

বৃহস্পতিবার । ১ নভেম্বর ২০২২ । ১৬ অগ্রহায়ণ ১৪২৯ ।  ৬ জমাদিউল আউয়াল ১৪৪৪

কামরাঙ্গীরচরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক   

২৪ সেপ্টেম্বর, ২০২২ ১৭:২৭ | পড়া যাবে ১ মিনিটেকামরাঙ্গীরচরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

রাজধানীর কামরাঙ্গীরচরে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৬০ বছর।

আজ শনিবার তার লাশ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন কামরাঙ্গীরচর থানার উপ পরিদর্শক (এসআই) মো. আব্দুর রউফ।

বিজ্ঞাপন

তিনি বলেন, খবর পেয়ে কামরাঙ্গীরচর হাসান নগর ভান্ডারী মোড়ের সুজন মিয়ার সাত তালা বাড়ির গেটের সামনে থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশের ময়নাতদন্তের জন্য দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিনো হয়েছে।

এসআই আরো বলেন, প্রাথমিকভাবে জানা যায় লোকটি ওই এলাকায় ঘোরাফেরা করতেন। বার্ধক্য বা অসুস্থজনিত কারণে তার মৃত্যু হয়েছে মনে হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।সাতদিনের সেরা