kalerkantho

বৃহস্পতিবার । ১ নভেম্বর ২০২২ । ১৬ অগ্রহায়ণ ১৪২৯ ।  ৬ জমাদিউল আউয়াল ১৪৪৪

রাজশাহীতে বিএনপির মিডিয়া সেলের মতবিনিময়সভা

'যেকোনো মূল্যে ইভিএম প্রবর্তন প্রতিহত করতে হবে'

নিজস্ব প্রতিবেদক   

২৪ সেপ্টেম্বর, ২০২২ ১৭:২০ | পড়া যাবে ৩ মিনিটে'যেকোনো মূল্যে ইভিএম প্রবর্তন প্রতিহত করতে হবে'

রাজশাহীতে বিএনপির মিডিয়া সেল আয়োজিত 'জবাবদিহিমুলক রাষ্ট্র গঠনে অবাধ- নিরপেক্ষ নির্বাচনোত্তর একটি জাতীয় সরকার এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ অপরিহার্য শীর্ষক' এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

এতে বক্তারা জাতীয় সরকার গঠনের নীতিগ ভাবে সমর্থন দিয়ে বলেছেন, একটি মানবিক রাষ্ট্র গঠনে জবাবদিহিমূলক রাষ্ট্র গঠন এখন সময়ের দাবি। এজন্য এই সরকারকে অপসারণ করে নির্দোলীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থার ধারনা বাস্তবায়ন করা সম্ভব। বক্তারা ইভিএমে নির্বাচনের ঘোর বিরোধিতা করে বলেন, এটি ভোট জালীয়াতির একটি বাক্স।

বিজ্ঞাপন

যেকোনো মূল্যে ইভিএম প্রবর্তন প্রতিহত করতে হবে।

আজ শনিবার রাজশাহী মহানগরীর হোটেল এক্সের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন। আলোচনা অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যনি।

অনুষ্ঠনটি সঞ্চালনা করেন মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। এ সময় মিডিয়া সেলের সদস্য ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরী, সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপর ড. মুর্শেদ হাসান খান, সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। আলোচনায় আরো অংশ নেন বিএনপি মিডিয়া সেলের অন্যতম সদস্য ও সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, সদস্য ও দৈনিক দিনকালের সিটি এডিটর আলী মামুদ।

আলোচনায় আরো অংশ নেন রাজশাহীর বিশিষ্ট জনদের মধ্যে দৈনিক দিনকালের রাজশাহী ব্যুরো প্রধান আব্দস সবুর, দৈনিক ইনকিলাবের রাজশাহী ব্যুরো প্রধান রেজাউল করিম রাজু, সুজনের সাধারণ সম্পাদক ড. হেমাতুল ইসলাম আরিফ, ড্যাবের সাধারণ সম্পাদক ডা. ওয়াসিম হোসেন, কৃষিবিদ প্রফেসর ড. আব্দুল আলীম, নদী বাঁচাও পরিবেশ বাঁচাও আন্দোলনের আহ্বায়ক এ্যাড. এনামুল হক, রাজশাহী বার এসোসিয়েশনের সভাপতি এ্যাড. আবুল কাশেম, সাধারণ সম্পাদক অ্যাড. পারভেজ জাহিদি, রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর মাসুদুল হাসান খান মুক্তা, প্রফেসর সাইদুর রহমান, প্রফেসর ড. আমজাদ হোসেন, প্রফেসর জিয়াউর রহমান, প্রফেসর শামসুল আলম সরকার, প্রফেসর ড. হাবিবুর রহমান, প্রফেসর ড. মোহাম্মদ ফরিদুল ইসলাম, প্রফেসর মামুনুর রশিদ, চারুকলা বিভাগের ড. হীরা সোবহান, আইবিএর ড. গোলাম আরিফ, প্রফেসর আক্তার হোসেন, প্রফেসর নূরুল ইসলাম, রুয়েটের প্রফেসর ড. আক্তার হোসেন, জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের কেন্দ্রীয় কমিটি সদস্য ব্যরিস্টার মাহাফুজুর রহমান মিলন, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এরশাদ আলী ইশা, সদস্য সচিব মামুনুর রশিদ, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি ও মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক এ্যাড. শফিকুল হক মিলন, সাবেক জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম মার্শাল, বিএনপি নেতা অ্যাড. বিশ্বনাথ সরকার, কৃষক দলের কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক মাহামুদা হাবিবা প্রমুখ। অনুষ্ঠানে শতাধিক সুধী সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।সাতদিনের সেরা