kalerkantho

শনিবার । ১ অক্টোবর ২০২২ । ১৬ আশ্বিন ১৪২৯ ।  ৪ রবিউল আউয়াল ১৪৪৪

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনেও নেই পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক   

১৪ সেপ্টেম্বর, ২০২২ ১৭:১২ | পড়া যাবে ১ মিনিটেপ্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনেও নেই পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনেও উপস্থিত নেই পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টা ০৮ মিনিটে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন শুরু হয়। এখানে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন উপস্থিত থাকলেও পররাষ্ট্রমন্ত্রীকে দেখা যায়নি।  

গত ৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ভারত সফরে যাওয়ার সময় একেবারে শেষ মুহূর্তে সফর থেকে বাদ পড়েন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বিজ্ঞাপন

শারীরিক অসুস্থতার কারণে ভারত সফরে যেতে পারেননি বলে জানিয়েছিলেন তিনি।

চার দিনের রাষ্ট্রীয় সফরে গত ৫ সেপ্টেম্বর ভারতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে বাংলাদেশ ও ভারতের মধ্যে পানি ব্যবস্থাপনা, রেলপথ, বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্য ও সম্প্রচার বিষয়ে সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।  সাতদিনের সেরা