kalerkantho

মঙ্গলবার । ২৭ সেপ্টেম্বর ২০২২ । ১২ আশ্বিন ১৪২৯ ।  ৩০ সফর ১৪৪৪

ইইউ এবং জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে আ. লীগ প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক   

১৩ সেপ্টেম্বর, ২০২২ ২০:৫২ | পড়া যাবে ১ মিনিটেইইউ এবং জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে আ. লীগ প্রতিনিধিদলের বৈঠক

বাংলাদেশস্থ জার্মান দূতাবাসে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির প্রতিনিধিদলের সাথে সোমবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশস্থ ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল ও জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টারের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে আওয়ামী লীগের অন্তর্জাতিক বিষয়ক উপকমিটির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ।

ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন ডেপুটি হেড অব ডেলিগেশন ড. বার্নড স্পেনিয়ার ও মিনিস্টার কাউন্সিলর মাওরিজিও চিয়ান। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াবলি নিয়ে আলোচনা হয় বলে জানা যায়।

বিজ্ঞাপন

 সাতদিনের সেরা