kalerkantho

মঙ্গলবার । ২৭ সেপ্টেম্বর ২০২২ । ১২ আশ্বিন ১৪২৯ ।  ৩০ সফর ১৪৪৪

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে রেকর্ড পাঁচজনের মৃত্যু

অনলাইন ডেস্ক   

৬ সেপ্টেম্বর, ২০২২ ১৬:৫৪ | পড়া যাবে ১ মিনিটে২৪ ঘণ্টায় ডেঙ্গুতে রেকর্ড পাঁচজনের মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। যা এ বছরে এক দিনে সর্বোচ্চ। এ নিয়ে এই রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। একই সময়ে ডেঙ্গু নিয়ে আরো ২৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্ততের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার একই সময়ের মধ্যে সারা দেশে নতুন করে ২৮৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ২২৪ জন ঢাকায় এবং ৬০ জন অন্যান্য শহরে চিকিৎসা নিচ্ছে।

বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৮৫০ জন ভর্তি রয়েছে। তাদের মধ্যে ঢাকার ৪৭টি ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৭১১ জন। এ ছাড়া ১৩৯ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন।  সাতদিনের সেরা