kalerkantho

বুধবার । ২৪ সেপ্টেম্বর ২০২২ । ১৩ আশ্বিন ১৪২৯ ।  ১ রবিউল আউয়াল ১৪৪৪

করোনায় মৃত্যু নেই, শনাক্ত ২১২

অনলাইন ডেস্ক   

১৭ আগস্ট, ২০২২ ১৭:৪৪ | পড়া যাবে ২ মিনিটেকরোনায় মৃত্যু নেই, শনাক্ত ২১২

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা কারো মৃত্যু হয়নি। গতকালও কারো মৃত্যু খবর পাওয় যায়নি। এ নিয় টানা দুই দিন করোনায় মৃত্যুশূণ্য থাকলো দেশ। সুতারং দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩১৪ জন।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ২১২ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ নয় হাজার ৪৩৪ জন।

বুধবার (১৭ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৩৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫২ হাজার ৫০৪ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮০টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে চার হাজার ৬৫৯টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে চার হাজার ৬৬৬টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৪৬ লাখ ৯০ হাজার ৩৫২টি।   

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।সাতদিনের সেরা