kalerkantho

বুধবার । ২৪ সেপ্টেম্বর ২০২২ । ১৩ আশ্বিন ১৪২৯ ।  ১ রবিউল আউয়াল ১৪৪৪

রয়টার্সের ফ্যাক্ট চেক

বাংলাদেশের জ্বালানি মূল্য বৃদ্ধি নিয়ে বিক্ষোভের ভিডিওটি পুরনো

অনলাইন ডেস্ক   

১২ আগস্ট, ২০২২ ১৬:৪২ | পড়া যাবে ১ মিনিটেবাংলাদেশের জ্বালানি মূল্য বৃদ্ধি নিয়ে বিক্ষোভের ভিডিওটি পুরনো

ছবি: ছড়িয়ে পড়ার ভিডিওর দৃশ্য

৬ আগস্ট বাংলাদেশে জ্বালানির তেলের দাম প্রায় ৫০ শতাংশ বৃদ্ধির পর থেকেই সোশ্যাল মিডিয়াতে আলোচনা সমালোচনা শুরু হয়। এর মধ্যেই টুইটারে ‘ওয়াল স্ট্রিট সিলভার’ নামের অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। যার ক্যাপশনে বলা হয় বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে কয়েকটি শহরে বিক্ষোভ এবং তীব্র সংঘর্ষ চলছে। ফেসবুকেও একই ধরনের ক্যাপশনসহ পোস্ট ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

বিক্ষোভকারীদের জ্বালাও-পোড়াওয়ের দৃশ্যের পাশাপাশি পুলিশকে টিয়ার গ্যাস ছুড়তেও দেখা যায় ভিডিওটিতে।  

ছবি: টুইটারের পোস্ট

গতকাল বৃহস্পতিবার (১১ আগস্ট) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স তাদের একটি ফ্যাক্ট চেক প্রতিবেদনে জানায়, বাংলাদেশের ঐ ভিডিওটি ২০২২ সালের কোনও ঘটনার সাথে সম্পর্কিত নয়। এটি আসলে ২০১৩ সালের হেফাজতে ইসলামের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘাতের একটি ভিডিও।  

উল্লেখ্য, ৬ আগস্ট থেকে ভোক্তা পর্যায়ে লিটার প্রতি ডিজেল ৮০ টাকা থেকে ৩৪ টাকা বেড়ে ১১৪ টাকা, কেরোসিন ৩৪ টাকা বেড়ে ১১৪ টাকা, অকটেন ৪৬ টাকা বেড়ে ১৩৫ টাকা এবং পেট্রল ৪৬ টাকা বাড়িয়ে ১৩০ টাকা দরে বিক্রি শুরু হয়।

সূত্র: রয়টার্সসাতদিনের সেরা