বিদ্যুৎ খাতে বরাদ্দকৃত অর্থের ২৫ শতাংশ সাশ্রয় করতে হবে- অর্থ বিভাগের এমন নির্দেশনা মানতে ডিএনসিসির প্রধান কার্যালয়সহ সব আঞ্চলিক কার্যালয়ে অর্ধেকসংখ্যক বাতি জ্বালানোর নির্দেশনা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
আজ শুক্রবার ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করেছেন।
অফিস আদেশে বলা হয়, মেয়র ডিএনসিসির প্রধান কার্যালয়সহ সব আঞ্চলিক কার্যালয়ে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। সেই আলোকে অফিস আদেশ জারি করা হয়েছে।
বিজ্ঞাপন
জানা যায়, অফিস আদেশের কপি ইতোমধ্যে কাউন্সিলর অফিস, ডিএনসিসির সব বিভাগীয় প্রধানদের ও আঞ্চলিক কার্যালয়সহ ডিএনসিসির সব বিভাগে পাঠানো হয়েছে।