আগামী ৯ থেকে ১২ ডিসেম্বর বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কংগ্রেস (জাতীয় সম্মেলন) ঢাকায় অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কংগ্রেস সফল করতে পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে আহবায়ক ও রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খানকে সদস্যসচিব করে কংগ্রেস প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।
আজ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বলা হয়, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দুই দিনব্যাপী কেন্দ্রীয় কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞাপন
পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আনছার আলী দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, কেন্দ্রীয় কমিটির সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, রাশিদা বেগম, এপোলো জামালী, মোফাজ্জল হোসেন মোশতাক, ফিরোজ আহমেদ, সিকদার হারুন রশীদ মাহমুদ, শহীদুল আলম নান্নু, সাইফুল ইসলাম, অরবিন্দু বেপারি বিন্দু, কামরুজ্জামান ফিরোজ, জসিমউদদীন রাঢ়ী, কেন্দ্রীয় সংগঠক ডা. মনোয়ার হোসেন প্রমুখ।