রাজধানীর ডেমরা এলাকার মধ্য সানারপাড়ে একটি বাসায় চুরি করতে গিয়ে উপস্থিতি টের পাওয়ায় পাঁচতলা থেকে লাফিয়ে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টায় মজুমদার ভিলায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. রায়হান হোসেন (১৮)
হাসপাতালে নিয়ে আসা মো. সামি জানান, সোমবার (৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টায় মধ্য সানারপারে একটি বাসায় চুরি করতে যায় রায়হান। এ সময় তাকে স্থানীয়রা দেখে ফেলে এবং চোর চোর বলে চিৎকার করতে থাকে।
বিজ্ঞাপন
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।