বিক্রম কুমার দোরাইস্বামী (বাঁয়ে) ও সুধাকর দালেলা (ডানে)
যুক্তরাজ্যের রাষ্ট্রদূত হচ্ছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। আর যুক্তরাষ্ট্রে ভারতের বর্তমান ডেপুটি চিফ অফ মিশন সুধাকর দালেলা বাংলাদেশে দোরাইস্বামীর স্থলাভিষিক্ত হবেন বলে জানা গেছে।
ভারতের ফরেন সার্ভিসের ১৯৯২ ব্যাচের কর্মকর্তা দোরাইস্বামী। তিনি উজবেকিস্তান, দক্ষিণ কোরিয়াতে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন।
বিজ্ঞাপন
এদিকে, যুক্তরাষ্ট্রে ভারতের বর্তমান ডেপুটি চিফ অফ মিশন সুধাকর দালেলা। তিনি বিক্রম কুমার দোরাইস্বামীর স্থলাভিষিক্ত হবেন বলে জানা গেছে। ভারতের ফরেন সার্ভিসের ১৯৯২ ব্যাচের কর্মকর্তা তিনি।