প্রতীকী ছবি
রাজধানীর শাহবাগের পরীবাগে উঁচু স্থান থেকে পড়ে আবদুর রাজ্জাক (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি পেশায় একজন প্রকৌশলী। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এই ঘটনা ঘটে।
রাজ্জাক ‘ডানকান ব্রাদার্স (বাংলাদেশ) লিমিটেড’ নামের ওই প্রতিষ্ঠানের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।
বিজ্ঞাপন
তাঁর সহকর্মী ইমরান হোসেন কালের কণ্ঠকে জানান, আব্দুর রাজ্জাকের গ্রামের বাড়ি জামালপুর সদর উপজেলায়। বর্তমানে তিনি ওই প্রতিষ্ঠানেই থাকতেন। সন্ধ্যার দিকে প্রতিষ্ঠানের ভেতরে আমগাছের নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাঁকে। মৃত্যুর কারণ নিশ্চিত হয়ে কিছু বলা যাচ্ছে না। তাঁর নাক-মুখ দিয়ে অনেক রক্তক্ষরণ হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। শাহবাগ থানায় ঘটনাটি জানানো হয়েছে।