kalerkantho

সোমবার । ১৫ আগস্ট ২০২২ । ৩১ শ্রাবণ ১৪২৯ । ১৬ মহররম ১৪৪৪

রতন সিদ্দিকীর বাসায় হামলার প্রতিবাদ উদীচীর

নিজস্ব প্রতিবেদক   

১ জুলাই, ২০২২ ২১:২০ | পড়া যাবে ২ মিনিটেরতন সিদ্দিকীর বাসায় হামলার প্রতিবাদ উদীচীর

উদীচী কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও নাট্যকার অধ্যাপক ড. রতন সিদ্দিকীর বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনার নিন্দা জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

আজ শুক্রবার এক বিবৃতিতে উদীচীর সভাপতি অধ্যাপক বদিউর রহমান ও সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে জানান, ‘বাসার গেটের সামনে ভ্যানে সবজির দোকান বসানো এবং গাড়ি রাখাকে কেন্দ্র করে যে বচসার শুরু তা থেকে রতন সিদ্দিকীকে শারীরিকভাবে লাঞ্ছিত করা ছাড়াও তার স্ত্রী উদীচী কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য ফাহমিদা হক কলিকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে। বাসার দারোয়ান ও গাড়িচালককে মারধরও করেছে একদল দুর্বৃত্ত। ’

বিবৃতিতে আরো বলা হয়, ‘নামাজের সময় বাধা সৃষ্টি করার ভুয়া অভিযোগ তুলে এসব তাণ্ডব চালিয়েছে একদল মৌলবাদী জানোয়ার।

বিজ্ঞাপন

উদীচী এধরনের জঘন্য হামলার তীব্র নিন্দা জানাচ্ছে এবং এ ঘৃণ্য কাজের সাথে জড়িত সবার দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছে। ’

বিবৃতিতে অধ্যাপক ড. রতন সিদ্দিকী ও তার পরিবারের সদস্যদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানিয়েছে উদীচী। ভবিষ্যতে এ ধরনের হামলা হলে সব প্রগতিশীল মানুষকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার ঘোষণাও রয়েছে বিবৃতিতে।সাতদিনের সেরা