খন্দকার মোশাররফ হোসেন। ফাইল ছবি
বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ আবার বৃদ্ধি সরকারের অবহেলার কারণেই বলে অভিযোগ করেছেন খন্দকার মোশাররফ হোসেন। আজ শুক্রবার সকালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই অভিযোগ করেন।
খন্দকার মোশাররফ বললেন, চতুর্থবারের মতো সংক্রমণ বাড়ছে করোনাভাইরাসের। এটা সরকারের অবহেলার কারণেই।
বিজ্ঞাপন
বন্যাকবলিত অঞ্চলের দুর্ভোগের চিত্র বর্ণনা করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘এ প্রলয়ঙ্করী বন্যা সিলেট অঞ্চলে হয়েছে। এটা ১২২ বছরের রেকর্ড ভেঙেছে। গতকাল থেকে আবার সেখানে পানি বৃদ্ধি পাচ্ছে। এই পানি আসছে আমাদের উপরের দেশ থেকে। আমাদের দেশের ৫৪টা নদীর উজানে বাঁধ দেওয়া আছে। ’ তিনি বলেন, ‘আজকে যারা সরকারে আছে তারা জনগণের সরকার নয়, তারা জনগণের কথা চিন্তা করে না, তারা শুধু নিজের স্বার্থ চিন্তা করে, কিভাবে ক্ষমতায় থাকবো সেই কৌশল করে। ’
মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে ও সদস্য রফিকুল আলম মজনুর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির আবদুস সালাম আজাদ, মীর সরফত আলী সপু, মীর নেওয়াজ আলী, সাইফুল আলম নিরব। পরে খালেদা জিয়াসহ সকল নেতৃবৃন্দের আরোগ্য কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন নেতৃবৃন্দ।