kalerkantho

মঙ্গলবার। ৯ আগস্ট ২০২২ । ২৫ শ্রাবণ ১৪২৯ । ১০ মহররম ১৪৪৪

ডেঙ্গু আক্রান্ত নতুন ৩৩ জনই ঢাকার

অনলাইন ডেস্ক   

৩০ জুন, ২০২২ ১৬:৫৮ | পড়া যাবে ১ মিনিটেডেঙ্গু আক্রান্ত নতুন ৩৩ জনই ঢাকার

ফাইল ছবি।

গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে আরো ৩৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন আক্রান্ত সবাই ঢাকার বাসিন্দা। এনিয়ে দেশে ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২৮ জনে।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ৩৩ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া দেশের অন্য কোথাও কোনো রোগী গত ২৪ ঘণ্টায় হাসপতালে ভর্তি হয়নি।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (৩০ জুন) পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন এক হাজার ৭৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯৬০ জন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।সাতদিনের সেরা