রাজধানীর পল্লবীতে গভীর রাতে যাত্রী সেজে রাজা মিয়া (৩০) নামে এক পাঠাও চালককে গলা কেটে হত্যা করেছে এক ছিনতাইকারী। এ ঘটনায় ঘাতক ছিনতাইকারী কাউসার আহমেদকে (২২) আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুন) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে পল্লবীর ‘ধ’ ব্লকে এ ঘটনা ঘটে।
পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. আহাদ আলী গণমাধ্যমকে জানান, রাত দেড়টার দিকে ওই ছিনতাইকারী কালশী মোড় থেকে পাঠাও চালক রাজা মিয়াকে গাবতলী যাওয়ার জন্য ভাড়া করে।
বিজ্ঞাপন
তিনি আরো জানান, ঘটনার পর বিষয়টি আমরা আশপাশের থানা এলাকায় জানাই। নিহত রাজা মিয়া রূপনগর থানার আরামবাগ এলাকায় থাকত। তার বাড়ি শেরপুর জেলায়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, এ ঘটনায় ঘাতক কাউসার আহমেদকে সাভার থানার বিরুলিয়া এলাকার আক্রাইন বাজার থেকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে রাজা মিয়াকে হত্যায় ব্যবহৃত ছুরি, মোটরসাইকেল, মোবাইল ও কাগজপত্র উদ্ধার করা হয়েছে।