kalerkantho

শুক্রবার । ১২ আগস্ট ২০২২ । ২৮ শ্রাবণ ১৪২৯ । ১৩ মহররম ১৪৪৪

কিছু স্থানে ভারি বর্ষণের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক   

২৭ জুন, ২০২২ ২৩:২৬ | পড়া যাবে ১ মিনিটেকিছু স্থানে ভারি বর্ষণের সম্ভাবনা

আগামীকাল মঙ্গলবার দেশের পাঁচ বিভাগের কিছু কিছু জায়গায়, তিন বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। তবে সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আজ সোমবার আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানায়।

বিজ্ঞাপন

এদিকে বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র জানায়, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকবে।

সোমবার সন্ধ্যায় আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক কালের কণ্ঠকে বলেন, মঙ্গলবার রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গা ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ছিল তেঁতুলিয়ায় ২৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ বৃষ্টিপাত ছিলো মোংলায় ১৩১ মিলিমিটার।সাতদিনের সেরা