kalerkantho

বৃহস্পতিবার । ১১ আগস্ট ২০২২ । ২৭ শ্রাবণ ১৪২৯ । ১২ মহররম ১৪৪৪

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের অন্তর্বর্তীকালীন টোল নির্ধারণ

অনলাইন ডেস্ক   

২৭ জুন, ২০২২ ২০:০৭ | পড়া যাবে ১ মিনিটেঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের অন্তর্বর্তীকালীন টোল নির্ধারণ

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ৫৫ কিলোমিটারের জন্য অন্তর্বর্তীকালীন টোল নির্ধারণ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। আগামী ১ জুলাই থেকে এ টোল হার কার্যকর হবে।

গতকাল রবিবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব ফাহমিদা হক খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হলেও প্রজ্ঞাপনটি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ওয়েবসাইটে আপলোড করা হয় আজ সোমবার।

প্রজ্ঞাপনে বলা হয়, টোল নীতিমালা ২০১৪ অনুযায়ী চূড়ান্তভাবে টোল নির্ধারণের পূর্ব পর্যন্ত অন্তর্বর্তীকালের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের টোল হার (মিডিয়াম ট্রাক) সমন্বিতভাবে ১০ টাকা প্রতি কিলোমিটার হিসাবে নির্ধারণ করা হলো।

বিজ্ঞাপন

এতে অর্থ বিভাগের সম্মতি রয়েছে। পরবর্তী সময়ে টোল নীতিমালা ২০১৪ অনুযায়ী যথাসময়ে টোল হার চূড়ান্তভাবে নির্ধারণ করা হবে।

প্রজ্ঞাপনে এই টোলহার কেবল মাঝারি ট্রাকের জন্য নির্ধারণ করা হয়েছে। অন্য গাড়ির ক্ষেত্রে টোলহার কী হবে, সেটি অবশ্য জানানো হয়নি।সাতদিনের সেরা