রাজধানীর শাহজাহানপুরে গাড়ির ধাক্কায় ঢাকা কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন। শনিবার (২৫ জুন) রাত পৌনে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, নিহত শিক্ষার্থীর নাম মিরাজুল ইসলাম শাওন (২৩)।
বিজ্ঞাপন
মিরাজুল ইসলাম শাওন শরীয়তপুরের পালং থানার সিরাজুল ইসলামের সন্তান। রাজধানীর সবুজবাগ থানার মায়াকানন এলাকায় থাকতেন তিনি। দুই ভাইয়ের মধ্যে ছোট ছিলেন শাওন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, শাওন নামের এক শিক্ষার্থীকে আহত অবস্থায় আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা দেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।