পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দিউবা। আজ শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় নেপালের প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতু বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এই সেতু এ অঞ্চলে যোগাযোগব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বিজ্ঞাপন
বৃহৎ এই প্রকল্পের সফল সমাপ্তি শেখ হাসিনার নেতৃত্বে অর্জিত বাংলাদেশের উন্নয়নের প্রতি গভীর আস্থার প্রতিফলন বলে উল্লেখ করেন শের বাহাদুর দিউবা।