শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি ৩৩৬ গ্রাম সোনাসহ নুর হোসেন নামের এক যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আজ শনিবার সকালে দুবাই-ঢাকা রুটের এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮২ ফ্লাইটে আসা ওই যাত্রীকে আটক করা হয়।
জানা যায়, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর মহাপরিচালকের কাছে গোপনে খবর আসে দুবাই-ঢাকা রুটের এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে একজন যাত্রী চোরাচালানকৃত স্বর্ণ বহন করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপপরিচালক সানজিদা খানমের নেতৃত্বে কাস্টমস গোয়েন্দার একটি দল শাহজালাল বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে।
বিজ্ঞাপন
উদ্ধারকৃত স্বর্ণের পরিমাণ ১৩৩৬ গ্রাম। যার মধ্যে পেস্টসদৃশ (লিকুইড) স্বর্ণ ১০০৩ গ্রাম, স্বর্ণবার ২৩৩ গ্রাম ও স্বর্ণালংকার ১০০ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য ৯৩ লাখ টাকার বেশি। অভিযুক্ত নুর হোসেনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।