kalerkantho

শনিবার । ১৩ আগস্ট ২০২২ । ২৯ শ্রাবণ ১৪২৯ । ১৪ মহররম ১৪৪৪  

খুলনা থেকে সাইকেল চালিয়ে শিবচরে পদ্মা সেতুর জনসভায় (ভিডিওসহ)

এস এম আজাদ, শিবচর (মাদারীপুর) থেকে

২৫ জুন, ২০২২ ০৭:৫২ | পড়া যাবে ২ মিনিটেখুলনা থেকে সাইকেল চালিয়ে শিবচরে পদ্মা সেতুর জনসভায় (ভিডিওসহ)

বাইসাইকেলের সামনে বিশেষভাবে লাগানো পিতলের নৌকা, পেছনের অংশে সাঁটানো ব্যানার! জনসভামঞ্চের প্রবেশমুখে নজর কাড়লেন হেলাল বেপারী। জানতে চাইতেই হাসিমুখে বললেন, 'আমি খুলনা থেকে আসছি। আমার নাম হেলাল বেপারী। '

সাইকেল চালিয়ে এসেছেন? এমন প্রশ্নে সোজা উত্তর, 'আমি তো এভাবেই মাননীয় প্রধানমন্ত্রীর সব জনসভায় যাই।

বিজ্ঞাপন

আর এইটা তো বিশেষ জনসভা। আমাদের জন্য অনেক বড় অর্জন। তাই তিন দিন আগে রওনা দিয়ে চইলা আসছি। '

আজ ভোর ছয়টার দিকে মাদারীপুরের শিবচরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থলের প্রবেশমুখে কথা হয় হেলাল ব্যাপারীর সঙ্গে। তিনি জানান, খুলনার দৌলতপুর থানার মৎস্যপাসা এলাকায় বাড়ি। পেশায় রংমিস্ত্রির সহকারী। থানা আওয়ামী লীগের এক নম্বর ওয়ার্ডের সদস্য তিনি। পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে জনসভায় যোগ দিতে গত বৃহস্পতিবার খুলনা থেকে রওনা দিয়েছেন হেলাল। সাইকেল চালিয়ে ভাঙ্গা এলাকায় পৌঁছেন গতকাল। সেখানে পরিচিত জনের বাড়িতে এক দিন থেকে ভোররাতে আবার সাইকেল চালিয়ে রওনা দেন।

হেলাল বলেন, এই জনসভায় আসতে না পারলে জীবনের অনেক কিছুই বাকি থাকত। তাই চলে আসলাম। আজকে লাখ লাখ মানুষ আসবে আমরা সবাই ইতিহাসের সাক্ষী হব। ' 

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আজ সকালে কাঠালবাড়ী ফেরিঘাটে জনসমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতুর উদ্বোধন এবং এই জনসভাকে ঘিরে সকাল থেকেই হাজার হাজার মানুষ জড়ো হতে শুরু করেছে।সাতদিনের সেরা