kalerkantho

মঙ্গলবার । ৫ জুলাই ২০২২ । ২১ আষাঢ় ১৪২৯ । ৫ জিলহজ ১৪৪৩

অস্ট্রেলীয় দূত

পদ্মা সেতু নিয়ে বাংলাদেশিদের গর্ব করা উচিত

কূটনৈতিক প্রতিবেদক   

২৩ জুন, ২০২২ ০০:২৪ | পড়া যাবে ১ মিনিটেপদ্মা সেতু নিয়ে বাংলাদেশিদের গর্ব করা উচিত

পদ্মা সেতু বাংলাদেশিদের অনেক বড় অর্জন। এই সেতুর জন্য বাংলাদেশিদের গর্ব করা উচিত। বাংলাদেশে অস্ট্রেলীয় হাইকমিশনার জেরেমি ব্রুয়ার গতকাল বুধবার এক বিবৃতিতে এ কথা জানান।

হাইকমিশনার জেরেমি ব্রুয়ার বলেন, পদ্মা সেতু চালু হলে মানুষের যাতায়াতের সময় কমবে।

বিজ্ঞাপন

এখন জাতীয় অর্থনীতিতে এর উল্লেখযোগ্য মাত্রা যোগ হওয়া উচিত। এই সেতুর মাধ্যমে বাংলাদেশিরা বঙ্গোপসাগর অঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও যুক্ত হওয়ার সুযোগ পাবে।

অস্ট্রেলিয়ার পক্ষ থেকে হাইকমিশনার বাংলাদেশের সর্ববৃহৎ এই প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য সরকারকে অভিনন্দন জানান।সাতদিনের সেরা