kalerkantho

বুধবার । ২৯ জুন ২০২২ । ১৫ আষাঢ় ১৪২৯ । ২৮ জিলকদ ১৪৪৩

এমপিওভুক্তির ঘোষণা আগামী সপ্তাহে : শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক   

১০ জুন, ২০২২ ১৯:৩৩ | পড়া যাবে ১ মিনিটেএমপিওভুক্তির ঘোষণা আগামী সপ্তাহে : শিক্ষামন্ত্রী

নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্তির ঘোষণা আগামী সপ্তাহেই দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ শুক্রবার (১০ জুন) বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, আশা করি আগামী সপ্তাহেই আমরা এমপিওভুক্তির একটি সংবাদ দিতে পারব। এমপিওভুক্তির বিষয়টি দ্রুতই প্রকাশ করতে পারব।

বিজ্ঞাপন

কী পরিমাণ শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আওতায় আসবে? এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, এর সংখ্যা কত সেটি এ মুহূর্তে বলতে পারছি না।

২০২২-২৩ অর্থবছরের বাজেটে বরাদ্দ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে মন্ত্রী বলেন, জনগণের উপযোগী যে বাজেট করার কথা, সে ধরনের বাজেট করা হয়েছে। সত্যিকার অর্থেই এই বাজেট জনকল্যাণমুখী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, গভর্নর ফজলে কবির, এনবিআর চেয়ারম্যান রহমতুন মমিন, অর্থ বিভাগের সচিব আব্দুর রউফ তালুকদার প্রমুখ।সাতদিনের সেরা