kalerkantho

মঙ্গলবার । ১৬ আগস্ট ২০২২ । ১ ভাদ্র ১৪২৯ । ১৭ মহররম ১৪৪৪

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমবেদনা

কূটনৈতিক প্রতিবেদক   

৬ জুন, ২০২২ ১৪:৫০ | পড়া যাবে ১ মিনিটেসীতাকুণ্ডে অগ্নিকাণ্ড: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমবেদনা

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। গতকাল রবিবার এক বিবৃতিতে তিনি এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

ঢাকাস্থ ইরান দূতাবাসের শোক

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরান দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আলি পীরী। তিনি এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিজ্ঞাপন

এছাড়া তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।সাতদিনের সেরা