kalerkantho

সোমবার । ২৭ জুন ২০২২ । ১৩ আষাঢ় ১৪২৯ । ২৬ জিলকদ ১৪৪৩

করোনায় মৃত্যুহীন দিনে শনাক্ত ২৮

অনলাইন ডেস্ক   

২৬ মে, ২০২২ ১৬:৪৯ | পড়া যাবে ১ মিনিটেকরোনায় মৃত্যুহীন দিনে শনাক্ত ২৮

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ সময় নতুন শনাক্ত হয়েছে ২৮ জন। ফলে এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫৩ হাজার ৩৫৬ জনে।

আজ বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চার হাজার ৩২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদিন শনাক্তের হার শূন্য দশমিক ৬৫ শতাংশ। দেশে মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৮৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর ১ দশমিক ৪৯ শতাংশ।

এতে আরো বলা হয়, এ সময় করোনা থেকে সুস্থ হয়েছে আরো ১৯৫ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ এক হাজার ৭৯৫ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩৬ শতাংশ।সাতদিনের সেরা