kalerkantho

শনিবার । ২৫ জুন ২০২২ । ১১ আষাঢ় ১৪২৯ । ২৪ জিলকদ ১৪৪৩

খিলক্ষেতে অচেতন অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   

২৬ মে, ২০২২ ০৪:৫৬ | পড়া যাবে ১ মিনিটেখিলক্ষেতে অচেতন অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু

প্রতীকী ছবি

রাজধানীর খিলক্ষেত উত্তরপাড়া এলাকার রাস্তায় অচেতন অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় ব্যক্তির (৪০) মৃত্যু হয়েছে। এক সপ্তাহ চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এর আগে ১৭ মে খিলক্ষেত থেকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়।

খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) সুধাংশু সরকার বলেন, ‘নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

বিজ্ঞাপন

স্থানীয় লোকজনের কাছ থেকে জানতে পেরেছি, নিহত ওই ব্যক্তি ভবঘুরে হিসেবে চলাফেরা করতেন। অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। তাঁর বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। ’ এ ছাড়া ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।সাতদিনের সেরা