kalerkantho

মঙ্গলবার । ২৮ জুন ২০২২ । ১৪ আষাঢ় ১৪২৯ । ২৭ জিলকদ ১৪৪৩

রাজধানীতে রিজভীর নেতৃত্বে বিএনপির মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক   

২৫ মে, ২০২২ ২১:৫১ | পড়া যাবে ১ মিনিটেরাজধানীতে রিজভীর নেতৃত্বে বিএনপির মশাল মিছিল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর কটূক্তির প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করেছে বিএনপি।

আজ বুধবার রাত ৮টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে মশাল মিছিলটি নাইটিঙ্গেল মোড় থেকে শুরু হয়ে পল্টনে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।

মিছিলে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. জাহিদুল কবির, যুবদল দক্ষিণের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম নয়ন, ছাত্রদলের সাবেক সদস্য ওমর ফারুক শাকিল চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ১ম যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দীন নাছির ও যুগ্ম আহ্বায়ক ফারুখ আহমেদ। বিজয় একাত্তরের সভাপতি সোহেল রানা, ছাত্রনেতা দীপ্ত দা প্রমুখ।

বিজ্ঞাপন

মিছিল শেষে রিজভী বলেন, এ সরকারের সময় শেষ। তাই বেসামাল হয়ে প্রধানমন্ত্রী উল্টা পাল্টা কথা বলছেন। বর্তমান দুঃশাসনের বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে। আন্দোলনের মাধ্যমে অচিরেই এ সরকারের বিদায় ঘণ্টা বাজবে।সাতদিনের সেরা