জাতীয় বাজেটে উপকূলে সুপেয় পানি সরবরাহ খাতে বরাদ্দ বাড়ানো এবং সুন্দরবন ও পশুর নদীসহ প্রাণ-প্রকৃতি সুরক্ষা, জলবায়ু সহিষ্ণু পরিবেশবান্ধব-জনবান্ধব টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং পশুর রিভার ওয়াটারকিপার।
আজ বুধবার বিকেলে মোংলার দক্ষিণ কাইনমারিতে অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন বাপা নেত্রী কমলা সরকার। বৈঠকে বক্তৃতা করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বাগেরহাট জেলা আহ্বায়ক পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ, বাপা নেতা গীতিকার মোল্লা আল মামুন, সাংবাদিক হাসিব সরদার, চন্দ্রিকা মন্ডল, ইউপি সদস্য অর্পনা মল্লিক, রোজ ইজারদার, গীতা হালদার প্রমূখ।
বৈঠকে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে লবণাক্ততা বৃদ্ধি প্াওয়ায় উপকূলজুড়ে তীব্র সুপেয় পানির সংকট সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন