kalerkantho

মঙ্গলবার । ২৮ জুন ২০২২ । ১৪ আষাঢ় ১৪২৯ । ২৭ জিলকদ ১৪৪৩

বিএমএ’র পাসিং আউট ডিনারে মন্ত্রী তাজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক    

২৪ মে, ২০২২ ২৩:০৬ | পড়া যাবে ১ মিনিটেবিএমএ’র পাসিং আউট ডিনারে মন্ত্রী তাজুল ইসলাম

বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ)-র ৮২তম দীর্ঘমেয়াদি কোর্সের অফিসার ক্যাডেটদের প্রশিক্ষণ সমাপনীর পর পাসিং আউট ডিনার গতকাল সোমবার চট্টগ্রামের ভাটিয়ারিস্থ একাডেমির বঙ্গবন্ধু কমপ্লেক্স -এর ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হয়।

আইএসপিআর জানায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, এমপি। অনুষ্ঠানে বাংলাদেশ মিলিটারি একাডেমির কমান্ড্যান্ট মেজর জেনারেল এস এম কামরুল হাসান এবং স্থানীয় সামরিক-বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য অফিসার ক্যাডেটদের প্রতি আহ্বান জানান।

বিজ্ঞাপন

তাঁদেরকে তিনি দেশপ্রেম, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে উদ্বুদ্ধ করেন। বাংলাদেশ মিলিটারি একাডেমি’র কমান্ড্যান্ট তাঁর বক্তৃতায় অফিসার ক্যাডেটদের দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে পেশাদারিত্বের সঙ্গে নিজ নিজ কর্তব্য পালনের উপদেশ দেন।সাতদিনের সেরা