সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে যোগ দিয়েছেন মো. জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবার (১৯ মে) তিনি প্রথম কর্মদবিসে তার অফিস কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তা ও বিভিন্ন দপ্তর-সংস্থা প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থা প্রধানগণ নবনিযুক্ত সচিবকে অভিনন্দন জানান।
বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এর আগে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।
বিজ্ঞাপন
জাহাঙ্গীর আলম ১৯৯৩ সালে বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগদান করে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন। কর্মজীবনে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব-১ (এপিএস-১), স্থানীয় সরকার বিভাগের বিভাগের উপসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব ও অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।