রাজধানীর বিজয় সরণি এলাকায় একটি কাভার্ড ভ্যান উল্টে গেছে। নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানটি উল্টে যাওয়ায় সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়। আজ বৃহস্পতিবার (১৯ মে) ভোরে কাভার্ড ভ্যানটি উল্টে যায় বলে জানান ডিএমপির ট্রাফিক তেজগাঁও বিভাগের শেরেবাংলা জোনের সহকারী পুলিশ কমিশনার শোভন চন্দ্র হোড়।
তিনি বলেন, ভোরে একটি কাভার্ড ভ্যান অনিয়ন্ত্রিত গতির কারণে বিজয় সরণি মোড়ে উল্টে যায়।
বিজ্ঞাপন
তিনি আরো বলেন, এ ঘটনায় ভ্যানের চালক সামান্য আহত হয়েছে। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ছাড়া অন্য কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।