kalerkantho

রবিবার । ২৬ জুন ২০২২ । ১২ আষাঢ় ১৪২৯ । ২৫ জিলকদ ১৪৪৩

আইসিইউতে বিএনপি নেতা মঈন খান

নিজস্ব প্রতিবেদক   

১৫ মে, ২০২২ ২২:০৪ | পড়া যাবে ১ মিনিটেআইসিইউতে বিএনপি নেতা মঈন খান

হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক তথ্যমন্ত্রী ড. আব্দুল মঈন খানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসকরা তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেন।  

রবিবার নারায়ণগঞ্জ রূপগঞ্জ জিন্দা পার্ক নরসিংদী পলাশ সংসদীয় এলাকায় ছাত্র দল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের প্রশিক্ষণ কর্মসূচীতে অংশ নেন তিনি। এ সময় দুপুরের খাবারের বিরতির সময় তিনি অসুস্থ হয়ে পড়েন।

বিজ্ঞাপন

দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।সাতদিনের সেরা