kalerkantho

বুধবার ।  ১৮ মে ২০২২ । ৪ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৬ শাওয়াল ১৪৪৩  

প্রাথমিকে শিক্ষক নিয়োগ : প্রথম ধাপে উত্তীর্ণ ৪০৮৬২

অনলাইন ডেস্ক   

১২ মে, ২০২২ ১৮:২৭ | পড়া যাবে ২ মিনিটেপ্রাথমিকে শিক্ষক নিয়োগ : প্রথম ধাপে উত্তীর্ণ ৪০৮৬২

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ মে) বিকেলে অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। এতে শর্তসাপেক্ষে মোট ৪০ হাজার ৮৬২ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য বাছাই করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম ধাপ গত ২২ এপ্রিল ২২ জেলার পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এর মধ্যে ১৪ জেলার সম্পূর্ণ পরীক্ষা নেওয়া হয়। এসব জেলার মধ্যে ছিল চাঁপাইনবাবগঞ্জ, মাগুরা, শেরপুর, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, ঢাকা, মাদারীপুর, মুন্সীগঞ্জ, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম, মৌলভীবাজার, লালমনিরহাট। আর আট জেলার আংশিক পরীক্ষা নেওয়া হয়। জেলাগুলোর মধ্যে রয়েছে সিরাজগঞ্জ, যশোর, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, কুমিল্লা ও নোয়াখালী।

এতে আরো বলা হয়, ফলের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীরা শুধু মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন। এ ফল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২০’-এর কোনো শূন্যপদে নিয়োগের জন্য কোনো নিশ্চয়তা দেয় না। প্রার্থীদের লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করা হবে। মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরে যথাসময়ে জানানো হবে।সাতদিনের সেরা