সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ মে) বিকেলে অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। এতে শর্তসাপেক্ষে মোট ৪০ হাজার ৮৬২ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য বাছাই করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম ধাপ গত ২২ এপ্রিল ২২ জেলার পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
এতে আরো বলা হয়, ফলের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীরা শুধু মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন। এ ফল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২০’-এর কোনো শূন্যপদে নিয়োগের জন্য কোনো নিশ্চয়তা দেয় না। প্রার্থীদের লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করা হবে। মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরে যথাসময়ে জানানো হবে।