kalerkantho

বৃহস্পতিবার ।  ২৬ মে ২০২২ । ১২ জ্যৈষ্ঠ ১৪২৯ । ২৪ শাওয়াল ১৪৪

ফেসবুকে পোস্ট! শাস্তি পেলেন সেই সারওয়ার আলম

অনলাইন ডেস্ক   

৭ মে, ২০২২ ০৮:৩৬ | পড়া যাবে ১ মিনিটেফেসবুকে পোস্ট! শাস্তি পেলেন সেই সারওয়ার আলম

সারওয়ার আলম। ফাইল ছবি

র‌্যাবের ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের সময় আলোচিত ছিলেন সিনিয়র সহকারী সচিব সারওয়ার আলম। পদোন্নতিবঞ্চিত হওয়ার পর ফেসবুকে একটি পোস্ট করেন তিনি। আর ওই পোস্টকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে ‘অসদাচরণ’-এর অভিযোগ এনে তাঁকে লঘুদণ্ড দেওয়া হয়েছে।  

২৭তম বিসিএসের কর্মকর্তা সারওয়ার আলম বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত বছর মার্চে সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়। তখন সারওয়ার আলম পদোন্নতি পাননি।

সারওয়ার আলমকে দণ্ড দেওয়ার আদেশে বলা হয়, সারওয়ার আলম গত বছর ৮ মার্চ তাঁর ফেসবুক আইডিতে ‘চাকরিজীবনে যেসব কর্মকর্তা-কর্মচারী অন্যায়-অনিয়মের বিরুদ্ধে লড়েছেন, তাঁদের বেশির ভাগ চাকরিজীবনে পদে পদে বঞ্চিত ও নিগৃহীত হয়েছেন এবং এ দেশে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়াটাই অন্যায়’ বলে মন্তব্য করেন।সাতদিনের সেরা