বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র অধ্যাপক এম এ মান্নানকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৭ এপ্রিল) রাতে অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ৭২ বছর বয়সী বিএনপির এ নেতা দীর্ঘদিন যাবত অসুস্থ।
বিজ্ঞাপন
তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।