রাজধানীর নিউ মার্কেট এলাকায় সংঘর্ষের ঘটনায় তৃতীয় পক্ষকে দায়ী করে এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে নিউ মার্কেট দোকান মালিক সমিতি। আজ বুধবার (২০ এপ্রিল) দুপুরে নিউ মার্কেট দোকান মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।
তিনি বলেন, অ্যাম্বুল্যান্সে হামলা কোনোভাবেই কাম্য নয়। সাংবাদিকদের ওপর হামলার ঘটনাটিও অত্যন্ত ন্যক্কারজনক।
বিজ্ঞাপন
হেলাল উদ্দিন বলেন, তারা উচ্ছৃঙ্খল জনতা। এখানে তৃতীয় পক্ষ ছিল, নিশ্চিত করে বলছি। তবে এ ঘটনায় যদি কোনো ব্যবসায়ী জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সমিতির সভাপতি আরো বলেন, ঢাকা কলেজ কর্তৃপক্ষ ও ব্যবসায়ী নেতাদের সমন্বয়ে একটি কমিটি করব। আশা করি শিগগির দোকান খোলার খবর আসবে এবং আমরা দোকান খুলতে পারব। এ বিষয়ে এরই মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছি।