নিউ মার্কেট এলাকায় সংঘর্ষ চলাকালে দুর্বৃত্তদের দেওয়া আগুনে নুরজাহান মার্কেটের একটি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরের দিকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন প্রত্যাক্ষদর্শীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে মার্কেটের নিচতলার সর্বদক্ষিণের দোকানে আগুন লাগে৷ এতে কাপড়ের দোকানটি পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় দোকানদাররা জানান, তারা জরুরি সেবায় কল দিয়েও ফায়ার সার্ভিসের সাড়া পাননি।
বিজ্ঞাপন
এর আগে সকাল থেকে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। ককটেল, পেট্রলবোমা ছোড়া হয়। একটি পেট্রলবোমা চন্দ্রিমা সুপার মার্কেটের তৃতীয় তলায় বিস্ফোরণের ফলে সেখানকার একটি দোকানে আগুন লেগে যায়। চন্দ্রিমা সুপার মার্কেটের ওই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করে।
মঙ্গলবার সকাল ১০টার পর থেকে উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর নিউ মার্কেট এলাকায়। শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে চলে দফায় দফায় সংঘর্ষ । আর এই সংঘর্ষে এখন পর্যন্ত বেশ কিছু শিক্ষার্থীসহ সাংবাদিকদের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রাতের সংঘর্ষের জের ধরে মঙ্গলবার সকাল থেকেই সায়েন্সল্যাব থেকে নীলক্ষেত পর্যন্ত রাস্তা অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।