kalerkantho

মঙ্গলবার । ২৮ জুন ২০২২ । ১৪ আষাঢ় ১৪২৯ । ২৭ জিলকদ ১৪৪৩

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

অনলাইন ডেস্ক   

১২ এপ্রিল, ২০২২ ১৬:০৫ | পড়া যাবে ১ মিনিটেজাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

ছবি : সংগৃহীত

আবহাওয়া অনুকূলে থাকলে জাতীয় ঈদগাহ ময়দানে এবারের ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।

আজ মঙ্গলবার (১২ এপ্রিল) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ে আন্ত মন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

সভায় জানানো হয়, আবহাওয়াজনিত কারণে বা কোনো কারণে ঈদগাহে জামাত করা সম্ভব না হলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৯টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ বা ৩ মে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। করোনা মহামারির কারণে দুই বছর ধরে বন্ধ ছিল জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের জামাত।সাতদিনের সেরা