ঢাকার বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের অধ্যক্ষ সংঘনায়ক ভদন্ত শুদ্ধানন্দ মহাথেরোর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফফরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দুপুরে বাসাবো ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেন।
প্রতিনিধি দলে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, অধ্যাপক সুকোমল বড়ুয়া, কেন্দ্রীয় নেতা গৌতম চক্রবর্তী, সুশীল বড়ুয়া, মহানগর বিএনপি নেতা হাবিবুর রশীদ হাবিব, ইউনুস মৃধা প্রমুখ।
২০২০ সালে ৩ মার্চ শুদ্ধানন্দ মহাথেরো ঢাকার একটি হাসপাতালে চিকিতসাধীন অবস্থায় মারা যান।
বিজ্ঞাপন
পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা বিভাজনের রাজনীতি করি না। ঐক্যের রাজনীতি করি। বাংলাদেশকে যদি সমৃদ্ধ করতে হয়, বাংলাদেশকে যদি সামনের দিকে এগিয়ে নিতে হয় তাহলে এখানে অবশ্যই একটা ইস্পাত কঠিন ঐক্য দরকার। ’ তিনি বলেন, বাংলাদেশে ধর্ম নিয়ে হানাহানি কম। কিছুসংখ্যক কুচক্রি আছেন তারা মাঝে-মধ্যে বিভাজন করার সৃষ্টি করে।