উপকূলীয় নদী সম্মেলন-২০২২ পটুয়াখালীর কুয়াকাটায় শুরু হয়েছে। আজ শনিবার সকাল দশটায় হোটেল গ্রেভার ইন মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এর চেয়ারম্যান প্রফেসর মুকিত মজুমদার বাবু। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।
বিজ্ঞাপন
অতিথি আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাপা বাগেরহাট শাখার আহ্বায়ক পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ, বাপা কলাপাড়া শাখার সাধারণ সম্পাদক মেজবাহউদ্দিন মাননু, ট্যুরিজম অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, উপকূল সাংবাদিক জোনায়েদ হাবীব।
স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ মনির হোসেন। বিষয় ভিত্তিক পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন ৪৮ নদী সমীক্ষা প্রকল্প, জাতীয় নদী কমিশনের প্রকল্প পরিচালক ইকরামুল হক।
সমাপনি সেশনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট এর নির্বাহী পরিচালক ড.এস এম মঞ্জুরুল হান্নান খান।