kalerkantho

বুধবার ।  ২৫ মে ২০২২ । ১১ জ্যৈষ্ঠ ১৪২৯ । ২৩ শাওয়াল ১৪৪৩  

"স্বৈরশাসন পাকাপোক্ত করতেই ‘ইসি গঠন আইন’ পাস"

নিজস্ব প্রতিবেদক   

২৮ জানুয়ারি, ২০২২ ১৭:১৯ | পড়া যাবে ২ মিনিটেবাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে নেতারা বলেছেন, বিরোধী রাজনৈতিক দল, সুশীল সমাজ ও অংশীজনের মতামত উপেক্ষা করে ভোট ডাকাতির অবৈধ সরকার ‘নির্বাচন কমিশন গঠন আইন’ সংসদে পাসের মাধ্যমে কর্তৃত্ববাদী স্বৈরশাসনকে পাকাপোক্ত করার আয়োজন সম্পন্ন করেছে।

আজ শুক্রবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তারা। বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন কংগ্রেস প্রস্তুতি কমিটির সদস্যসচিব নিখিল দাস, বাসদ বগুড়া জেলা আহ্বায়ক সাইফুল ইসলাম পল্টু এবং বাসদ কেন্দ্রীয় বর্ধিত পাঠচক্র সদস্য আহসান হাবিব বুলবুল ও খালেকুজ্জামান লিপন।

সমাবেশে নেতারা বলেন, আইনি ভিত্তির ওপর নির্বাচন কমিশন গঠনের ঘোষণা সংবিধানে থাকলেও স্বাধীনতার ৫০ বছরেও শাসক শ্রেণি নির্বাচন কমিশনসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে পদাধিকারী নিয়োগের ক্ষেত্রে কোনো আইন প্রণয়ন না করে সংবিধান লঙ্ঘন করে দেশ পরিচালনা করে স্বাধীনতা-মুক্তিযুদ্ধের চেতনা ও গণ-আকাঙ্ক্ষা-গণতন্ত্রকে গণপ্রহসনে পরিণত করেছে।

বিজ্ঞাপন

ভোটাধিকারকে নির্বাসনে পাঠিয়েছে। আগামী নির্বাচনী ফলাফল নিশ্চিত করতেই সর্বস্তরের গণতন্ত্রমনা জনগণের মতামতকে উপেক্ষা করে অত্যন্ত সংগোপনে, রকেট গতিতে ভোট ডাকাতির অবৈধ সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জোরে নির্বাচন কমিশন গঠনের আইন প্রণয়ন করে বাঙালি জাতির ইতিহাসে আরেকটি কালো অধ্যায় রচিত করল বর্তমান ফ্যাসিবাদী আওয়ামী সরকার। তাই বর্তমান আওয়ামী ফ্যাসিবাদী সরকারের দুঃশাসন উচ্ছেদ ও সকল প্রকার কালো আইন বাতিল করতে বাম গণতান্ত্রিক শক্তির নেতৃত্বে ঐক্যবদ্ধ গণ-আন্দোলনের কোনো বিকল্প নেই।

সমাবেশে নেতারা নির্বাচন কমিশন গঠনের কালো আইনসহ সব গণবিরোধী কালাকানুন বাতিলের দাবিতে বাম প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল, ব্যক্তি ও গোষ্ঠীকে ঐক্যবদ্ধ গণ-আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেস ক্লাব থেকে হাইকোর্ট কদম ফোয়ারা ঘুরে, তোপখানা রোড, পুরানা পল্টন ও বিজয়নগর হয়ে সেগুনবাগিচা হাই স্কুলের সামনে গিয়ে শেষ হয়।সাতদিনের সেরা